রাজশাহীতে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

সময়: 3:12 pm - April 26, 2020 | | পঠিত হয়েছে: 748 বার

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া, দেশের বিভিন্ন জায়গায় আজও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।হাসপাতালে ঠাঁই না হওয়ায় অনেকে কোয়ারেন্টিনসহ যথাসম্ভব চিকিৎসা নিচ্ছেন ঘরেই।

রাজশাহীতে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ফেরিওয়ালা। সকাল পৌনে আটটার দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ এপ্রিল জ্বর ও অন্যান্য শারিরীক সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি।

এদিকে, এ ঘটনার পর হাসপাতালের ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। বগুড়ায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো দু’জন। এ নিয়ে বগুড়ায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ১৭ জন। অন্যদিকে, দিনাজপুর সদরের পশ্চিম শিবপুর গ্রামে এক যুবকের করোনা ভাইরাস পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

চট্টগ্রামে আরও দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়িতে এ পর্যন্ত দুই হাজার ২৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আর হোম কোয়ারেন্টিনে আছেন সাতশ ১৫ জন। শরীয়তপুরে নতুন করে আরও সাতজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নড়িয়া উপজেলার চারজন, ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো দুজন এবং জাজিরা উপজেলার একজন। আক্রান্তদের চারজন নারী এবং তিনজন পুরুষ।

এ নিয়ে জেলায় মোট ২০ জনের করোনা শনাক্ত হলো। গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত তিনশ’ ২৪ জন। যশোরে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯ জনে। এদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট তিন হাজার ৫৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া, আসোলেশনে রয়েছে তিনজন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে আরো সাতজন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর