রাজশাহী নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টি
সময়: 4:27 pm - April 26, 2020 | | পঠিত হয়েছে: 273 বার
রাজশাহীতে নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়। দুপুর একটা পর্যন্তও বৃষ্টি ঝরতে থাকে। আজ রোববার সকাল থেকেই মেঘলা আকাশ ছিলো। সেই মেঘলা আকাশ থেকে ঝরতে থাকে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর বলছে- আজ (২৬.০৪.২০২০) সকাল ০৯:০০ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, গুড়ি গুড়ি বৃষ্টি অনেকটাই শীত অনুভুত হচ্ছে। তবে বৃষ্টি ভিজতে হচ্ছে খেটে খাওয়া মানুষগুলোকে। যদিও করোনা ভাইরাসের কারণে সিমিত আকারে সবকিছু চলা চল করছে। তাও পরেও রিকশা চালকদের নগরীতে ভিজে অটোরিক্সা চালাতে দেখা গেছে।
তবে রাজশাহী আবহাওয়া অফিসে বার বার টেলিফোন করেও সংযোগ পাওয়া যায়নি। তাই রাজশাহীতে বৃষ্টির খবর জানা যায়নি।
রাজশাহী বার্তা/admin