রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে টাকা দিলেন নবম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী
লিয়াকত হোসেন : আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় মানুষের সহায়তা করার জন্য মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে হাজির নবম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী চৌধুরী।
তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহাতাব চৌধুরীর একমাত্র কন্যা শ্রাবন্তী চৌধুরী মাটির ব্যাংকে জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে প্রদান করেন।
এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। শ্রাবন্তী চৌধুরী বলেন আমার মাটির ব্যাংকে আনুমানিক ২২ হাজার টাকা জমানো ছিলো। আমার এ টাকা যদি দুঃসময়ে কারো উপকারে আসে বা কাজে লাগে অসহায় মানুষের সহায়তা করার জন্য। হয়তো একদিন নতুন প্রজন্ম বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ।
দেশের কোন ভাইরাসের ক্রান্তিলগ্নে উদ্ভূত এই পরিস্থিতির মধ্যে যখন কঠিন খাদ্য সংকটের মধ্যে পড়ে আছে নিম্ন আয়ের মানুষ।আর এই অসহায় মানুষের মুখে দু’বেলা খাবার তুলে দেওয়ার জন্য মানবতার ডাকে সাড়া দিয়েছেন অগ্রণী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী চৌধুরী।
রাজশাহী বার্তা/admin