চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী
“পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার বিকেল নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনজুর হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে.এম. তাজকির-উজ-জামান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন কৃষিবিদ ড. জহুরুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ। আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। মেলায় ৩টি গ্রুপে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করেছিল। সমাপনী দিনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী কমিশনার রওশনা জাহান।
রাজশাহী বার্তা/admin