বরগুনায় করোনা ভাইরাসে এক গৃহবধু আক্রান্ত
বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাজার রোডের এক গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
জানা গেছে,২০এপ্রিল ওই গৃহবধূর করোনা ভাইরাসে উপসর্গ দেখা দেয়।তারপর হাসপাতালের কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়। তার শরীরের অবস্থা খারাপ হলে গত বুধবার হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নেয়।ওই গৃহবধুর দুই ছেলে ঢাকায় লেখাপড়া করে। তারা মার্চের শেষের দিকে বাড়ীতে আসেন।
শুক্রবার রাতে তার নমুনা আমতলী হাসপাতালে এসে পৌছায় এবং রিপোর্ট এ উল্লেখ থাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে বাসার আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন,খবর পেয়েই ওই গৃহবধূর বাড়ী শুক্রবার রাতে লকডাউন করা হয়েছে এবং বাসায় রেখে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বার্তা/Faruk Ahmed