নওগাঁয় একদিনে ৩২ জনের করোনা শনাক্ত

সময়: 6:35 pm - May 5, 2020 | | পঠিত হয়েছে: 2522 বার

নওগাঁয় একদিনে ৩২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে আজ মঙ্গলবার সেগুলোর প্রতিবেদন দেওয়া হয়।

তাতে ৩২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে নওগাঁয় আক্রান্তের সংখ্যা দাঁড়োলো এখন পর্যন্ত ৪৯ জন। জয়পুরহাটকে ডিঙ্গিয়ে এখন নওগাঁ হটজোনে পরিণত হলো। যদিও রাজশাহী বিভাগের ৭০০ নমুনার সবগুলোর প্রতিবেদন এখনো হাতে পাইনি সংশ্লিষ্ট সিভিল সার্জন দপ্তরগুলো।

নওগাঁয় আজ শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে রাণীনগরে ৭জন, মহাদেবপুরে ৬জন, নিয়ামতপুরে ৮জন, সাপাহারে ৭জন,পত্নীতলায় ২জন, ধামুইরহাটে ১জন ও বদলগাছীতে রয়েছেন ১জন।

নওগাঁ সিভিল সার্জন আ ন ম আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে আজ ৭৩টি নমুনার ফলাফল এসেছে। তাদের মধ্যে ৩২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর