তানোরে হাঁসুয়ার কোপে প্রবাসী মায়ের কিশোর সন্তান আহত
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মামার উপর পূর্ব শত্রুতার জের ধরে সৌদি প্রবাসী মায়ের কিশোর সন্তান ইমন(১৫)উপর হামলা করে আহত করেছে দৃর্বিত্তরা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ডাকবাংলো মাঠ সংলগ্ন শিতলী পাড়া গ্রামে। জানা গেছে, চলতি মাসের ১০মে রবিবার দুপুরে একই গ্রামের সন্ত্রাসী এন্তাজ আলী তার ভাই ভাতিজাদের নিয়ে লাঠি সোঁটা ও হাঁসুয়া দিয়ে মোস্তফাকে না পেয়ে তার সৌদি প্রবাসী বোনের সন্তান কিশোর ইমনের উপর হামলা করে কিশোর ইমনের মাথায় হাঁসুয়ার কোপ মেরে আহত করেন এন্তাজ আলীসহ তার ভাই ভাতিজারা। যার ফলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরতর আহত কিশোর ইমন ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা দ্রুত কিশোর ইমনকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন । প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই গ্রামের মৎস্য জীবি মোস্তফা ও এন্তাজ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই পূর্ব শত্রুতার সূত্রপাত ধরেই এন্তাজ আলী এ হামলা চালিয়ে মোস্তফা কে না পেয়ে মোস্তফার সৌদি প্রবাসী বোনের সন্তান কিশোর ইমনের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেন এন্তাজ বাহিনী।
এবিষয়ে মোস্তফা বলেন, অনেক আগে এন্তাজের সাথে কথা কাটাকাটি নিয়ে আমার হাতাহাতি হয় কিন্তু গ্রামের মাতব্বররা বসে আমাদেরকে সমঝোতা করে দিয়েছিলেন। তার পরেও এন্তাজ আলী সেই পুরনো শত্রুতা মনে পুশে রেখে নতুন করে আমাকে না পেয়ে আমার সৌদি প্রবাসী বোনের ছেলের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এন্তাজ আলী। আমি সন্ত্রাসী এন্তাজের কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমন নির্মম হামলার বিষয়ে এন্তাজ আলী বলেন, ইমনকে মারব কেন তাকে উত্তমমধ্যম দিয়েছি শুধু। আরে মারব তো তার মামা মোস্তফাকে তাতে যত টাকা জরিমানা লাগে দেয়া হবে বলে দম্ভোক্তি প্রকাশ করেন এন্তাজ আলী।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, এবিষয়ে মৌখিক শুনেছি তবে রোগী চিকিৎসাধীণ থাকায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি। যদি ইমনের পরিবার লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাজশাহী বার্তা/admin