জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান – এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক ডা: মাসুম হাবিব

সময়: 8:48 pm - May 15, 2020 | | পঠিত হয়েছে: 536 বার

শিক্ষাবিদ,লেখক ও জাতীয় অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: মাসুম হাবিব।

শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন উপাচার্য। উপাচার্য আরো বলেন, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক ড. আনিসুজ্জামান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তিনি সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ।

ভাবনার ক্ষেত্রে চেতনার বাতিঘর ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতি তাঁকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনিসুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর