রাজশাহীতে সরাসরি কৃষকের ক্ষেত হতে সবজি ক্রয় করছেন সেনাবাহিনী

সময়: 9:14 pm - May 15, 2020 | | পঠিত হয়েছে: 486 বার

রাজশাহী অঞ্চলে মাঠে থাকা কৃষকের সবজি ক্ষেত থেকে ন্যায্য মুল দিয়ে পটল, ঢেড়শ, লাউসহ নানান প্রকার সবজি সংগ্রহ শুরু করেছেন সেনাবাহিনী। গত কয়েকদিন যাবত জেলার মোহনপুর, তানোর ও বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতে গিয়ে সরাসরি সবজি ক্রয় করছেন তারা।

একদিকে কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করছেন অন্যদিকে করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় ব্যক্তিদের মধ্যে ক্রয়কৃত সবজি বিনামুল্যে বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা। শুধু সবজি বিতরণই নয়, সমাজের অসহায়, হতদরিদ্র, গরীবদের মধ্যে চাল, ডাল, তৈলসহ নানান খাদ্য সামগ্রি ত্রাণ হিসাবে পৌচ্ছে দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের কারণে বাজার ক্রেতাশূন্য হয়ে পড়া এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ধারাবাহিগতায় শুক্রবার বেলা ১১টার দিকে জেলা তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামে কয়েকজন কৃষকের ক্ষেত থেকে পটল,ঢেড়ষ ক্রয় করেছেন সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী সেনানিবাসের ৪০ বেঙ্গল বেজিমে›ন্ট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মো: সাইদুল ইসলাম (সিও)। ওয়ারেন্ট অফিসার তালাত মাহমুদসহ সেনা সদস্যরা।

এর আগে শুক্রবার সকালে পাঁচন্দর গ্রামে সেনাবাহিনীর তত্তাধানে নির্মিত আবাসন প্রকল্প পরিদর্শন করেন সেনা কর্মকর্তারা। এবং এর আসেপাশে অসহায়,দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ১০০পরিবার ও অন্য উপজেলায় ১৫০ জন পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নানা খাদ্য সামগ্রি বিতরণ করেন। এ সময় আবাসন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসার জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজশাহী সেনানিবাসের ৪০ বেঙ্গল বেজিমে›ন্ট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল সাইদুল ইসলাম জানান,করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সেনাবাহিনী প্রধান মহোদয়ের নির্দেশনায় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সবজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।

এর ধারাবাহিগতায় জেলার বিভিন্ন উপজেলা কৃষকের ক্ষেত থেকে কাঁচা সবজি ক্রয় চলছে। এই পণ্য ক্রয়ের বিষয়টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর