বাগমারার উদপাড়া বিলে ধানের বাম্পার ফলন

সময়: 11:43 pm - May 15, 2020 | | পঠিত হয়েছে: 218 বার

জীবন, বাগমারা : রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রাম উদপাড়া। বোরো মৌসুমে উদপাড়া বিলে ধানের ভাল ফলন হবে বলে ধারনা করা হচ্ছে। উদপাড়া বিলে বোরো ধান প্রায় ১০০একর জমিতে চাষ করা হয়েছে।

আবহাওয়া অনুকুলে থাকায় উদপাড়া বিলে এবার ধানের ভাল ফলন আশা বাদ কৃষক। উদপাড়া গ্রামের কৃষক মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি এবার ১একর জমিতে ধান চাষ করছি। ধানের ফলন খুব ভাল হয়েছে। আবহাওয়া ভাল থাকলে ও ধান যদি সঠিক সময়ে ঘরে তুলতে পারি ও নায্য দাম পাই আমরা কৃষক খুবই উপকৃত হব।

উদপাড়া গ্রামের আরেক কৃষক মোঃ নাজমুল হক বলেন, এবার আমি প্রথমবারের মত আমার ৪বিঘা জমিতে ধান চাষ করছি ও সঠিকভাবে পরিচর্চা করছি আমার ধানের ফলন খুব ভাল হবে বলে ধারনা করছি। যথাসময়ে ধান কেটে ঘরে তুলতে পারলে আমি লাভবান হবো ইনশাআল্লাহ। উদপাড়া শ্রমিক নেতা মো জাহাঙ্গীর আলম জান্টু বলেন, ধান কাটা ও মাড়ায়ের জন্য আমরা শ্রমিকরা সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি। ইনশাহআল্লাহ আমরা উদপাড়া বিলের সকল ধান সঠিক সময়ে কৃষদের ঘরে তুলে দিতে পারব। আমাদের উদপাড়া গ্রামে শ্রমিক সংকট নেই বললেই চলে আমরা ধান কাটা শ্রমিকরা যথাসময়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতে পারব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা আব্দুুল মজিদ বলেন, আমরা কৃষকদের ধান চাষ ব্যাপারে সঠিক পরামর্শ দিয়েছি, কৃষকরা আমাদের পরামর্শ অনুযায়ী ধান চাষ করছে বলে এবার ধানের ভাল ফলন হবে বলে ধারনা করছি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর