দলগাছী থানা পুলিশের অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের সহায়তায় হারানো বাবাকে ফিরে পেল সন্তান

সময়: 9:54 am - February 2, 2020 | | পঠিত হয়েছে: 97 বার

নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক (৬০)কে ফিরে পেলেন তার সন্তান মঞ্জুরুল ইসলাম।

গত শনিবার বদলগাছীর থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ আব্দুল মালেককে তার সন্তান ও পরিবারের লোকজনের হাতে তুলে দেয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় থানার সামনের মাইক্রোস্ট্যান্ডে আব্দুল মালেককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ তাকে উদ্ধার করে তৎক্ষণাত বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আব্দুল মালেকের জ্ঞান ফিরলে তার এলোমেলো কথা শুনে থানা পুলিশ বুঝতে পারে এটা ময়মনসিংহের কোনো অঞ্চলের ভাষা হবে। পরে থানা পুলিশ মালেকের ছবি তুলে ময়মনসিংহ জেলার সকল থানায় পাঠিয়ে দেয়। ময়মনসিংহ জেলার সকল থানার নিজ নিজ ইউনিয়নে সেই ছবি পাঠানো হলে ময়মনসিংহ জেলার পুটিয়ালী থানার পুটিয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেককে চিনতে পেরে স্থানীয় থানায় কথা বলেন এবং তার পরিবারকে খবর দেয়। পরে মালেকের ছেলে মঞ্জুরুল ইসলাম বদলগাছী থানার অফিসার ইনর্চাজের সাথে যোগাযোগ করে তার বাবাকে ফিরে পায়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর