তাহেরপুর পৌরসভায় ত্রান বিতরণ

সময়: 9:45 pm - May 16, 2020 | | পঠিত হয়েছে: 140 বার

জীবন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলায় তাহেরপুর পৌরসভার শনিবার বিকাল ৩ টায় পঞ্চমন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৫০ টি পরিবারে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী খাদ্য সহায়তা প্রদান করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিন্ম আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ। তাহেরপুর পঞ্চ মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যাপক বাবু শ্রী সত্যজিৎ রায় তোতা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ,তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর মৃধা মনসুর আরো বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুন্ডু সহ তাহেরপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার কাউন্সিলর পৌর প্যানেল মেয়র বাবুল খাঁ , তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বাবু শ্রী তাপস কুমার দাস পিন্টু, ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর মোঃ রইছ উদ্দিন ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফাতেমা বেগম, এছাড়া উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু, বিদ্যুৎ সরকার আকরাম হো%

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর