নওগাঁয় বন্ধ ঘোষণার পরও খোলা হচ্ছে শপিংমল

সময়: 9:04 pm - May 17, 2020 | | পঠিত হয়েছে: 331 বার

সামাজিক দূরত্ব ও সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি না মানায় রোববার থেকে নওগাঁর সকল বাজার, শপিংমল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে খুলছে দোকান।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, নওগাঁয় খোলা রয়েছে অধিকাংশ শপিংমল। প্রায় সব দোকানদার দোকানের এক ঝাপ বন্ধ রেখে একঝাপ খুলে দেদারসে বেচাকেনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও জমজমাট বেচাকেনায় রয়েছে রাস্তার পাশের ফুটপাতের দোকানগুলো। দোকানপাট বন্ধের ঘোষণা থাকলেও যানবাহনের কারনে শহরে তীব্র জানজটের সৃষ্টি হয় ঘণ্টার পর ঘণ্টা।

শনিবার রাতে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত কয়েকদিনে বাজার ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয় যে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতারা ন্যূনতম ৯০ ভাগ সরকার প্রদত্ত বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন।

জনসাধারণ তথা নওগাঁ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির দোকান ও কাঁচাবাজার এবং ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর