চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রাপ্তি বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি ম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মুনজুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, বিআরডিবি চাঁপানবাবগঞ্জের উপ-পরিচালক আমাতুল হাকিম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহম্মদ, কারিগরি খাদ্য পরিদর্শক রাসেল আলম, উপ খাদ্য পরিদর্শক লুইস মুর্মু ও মামদুর রহমান, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুু, মহিলা বিষয়ক অধিদপ্তর অহিদা শবনম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট অমল চন্দ্র সরকার, নবাব ফুড প্রোডাক্ট এর চেয়ারম্যান নজরুল ইসলাম, আদর্শ ব্রাদার্স মিলের পরিচালক সাদিকুল ইসলামসহ জেলার অটো রাইস মিলের প্রতিনিধিবৃন্দ ও খাদ্য গুদামের ডিলারগণ।
বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি জোরদার করার আহবান জানান।
রাজশাহী বার্তা/admin