রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধে ত্রাণ সেনাবাহিনীর বিতরণ
সময়: 4:50 pm - May 22, 2020 | | পঠিত হয়েছে: 91 বার
রাজশাহীতে ২০০ মানুষের মাঝ ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধে আশপাশ এলাকার বাসিন্দার মাঝে এই ত্রাণ বিতরণ করে।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এই কার্যক্রমের আয়োজন করে। ত্রাণ বিতরণে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তারা করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয়।
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে সারাদেশেই খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। রাজশাহীতে সরাসরি কৃষকের ক্ষেত থেকে নায্যমূল্যে সবজি কিনে তারা বিতরণও করেছে। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে তাদের সেবা কার্যক্রমও।
রাজশাহী বার্তা/admin