রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহযোগিতায় ঈদ সামগ্রী ও শিশুদের পোশাক বিতরণ

সময়: 10:22 pm - May 22, 2020 | | পঠিত হয়েছে: 104 বার
ভুগরোল আদিবাসী পাড়ায় কর্মহীন নিম্ন আয়ের অসহায়  মানুষদের মাঝে বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের উদ্যোগে ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহযোগিতায় ২০০টি পরিবারের মাঝে শিশুদের পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে প্রতিটি পরিবারকে শিশুদের একটি পোশাক, ১কেজি পোলাওয়ের চাউল,আধা কেজি চিনি, আধা কেজি খিল সেমাই, আধা কেজি লাচ্চা সেমাই ও একটি করে হুইল পাউডার এর পেকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাওয়াদ আহমেদ রাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃসেকেন্দার আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর খান, কোষাধ্যক্ষ তহুরা খাতুন লিলিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর