রাজশাহীতে আশ্রয়হীনদের মাঝে শুকনো খাবার বিতরণ
বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। রাজশাহী শহরে এই ভাইরাসটি ক্রমশ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। এতে করে দিন দিন আক্রান্ত এবং মৃত্যুর হারও বাড়ছে।
এবার করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি করা হয়েছে। রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষুক,ভবঘুরে,পথবাসী ও আশ্রয়হীনদের মাঝে বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ জুন রাত ৯টার পরে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব কামরুজ্জামান, পিআইও বোয়ালিয়া এ দায়িত্ব পালন করেন।
জানা গেছে, রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর ১১ জন, পাবনার ১৬ জন, নাটোরের ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন।
রাজশাহী বার্তা/admin