রাজশাহীর একই পরিবারের তিনজনসহ ১৬ জনের করোনা শনাক্ত

সময়: 7:27 pm - June 14, 2020 | | পঠিত হয়েছে: 1820 বার

রাজশাহীর দুটি ল্যাবে রোববার (১৪ জুন) মোট ১৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা পাঁচজন। বাকি ১১ জন পাবনার বাসিন্দা।

রাজশাহীর পাঁচজন হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী গোলনাহার বেগম (৫২), তার মেয়ে তামান্না খাতুন (২৪) ও ছেলে জামিল (২১), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী সাইফুল ইসলাম (৪৫) এবং জেলার বাঘা উপজেলার রুস্তম আলী (৪৬)।

গোলনাহার বেগমের স্বামী কয়েকদিন আগে করোনায় মারা গেছেন। তিনি একজন মাদ্রাসাশিক্ষক ছিলেন। তার মেয়ে দিনাজপুরে মেডিকেল পড়াশোনা করেন। আর ছেলে জামিল ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে এই পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এই পাঁচটি করোনা পজিটিভ হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, রোববার তাদের ল্যাবে ৯০টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি পাবনা। বিষয়টি পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।

নতুন পাঁচজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১২৯ জন। এর মধ্যে মহানগরীতে আক্রান্তের সংখ্যা ৪৭ জন। আর পাবনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০১ জন।

সূত্র : সোনালী সংবাদ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর