রাজশাহী বিভাগে আরও নতুন ১৭৮ জন শনাক্ত, মৃত্যু ১

সময়: 12:15 pm - June 19, 2020 | | পঠিত হয়েছে: 916 বার

রাজশাহী বিভাগে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ দিন আরও একজনের মৃত্যু হয়েছে করোনায়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি জানান, নতুন ১৭৮ জনের মধ্যে ১০৩ জনই শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৪, নাটোরে ২০, নওগাঁয় ১৫, জয়পুরহাটে ২ এবং পাবনায় ১৪ জন শনাক্ত হয়েছেন।

বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০০ জন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯২৩ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২০০, জয়পুরহাটে ২৪০, নওগাঁয় ২৩৬, সিরাজগঞ্জে ২৩৮, পাবনায় ২৬১ জন, নাটোরে ১১৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪০ জনের প্রাণ গেছে করোনায়। এর মধ্যে ২৪ জনই বগুড়ার। বৃহস্পতিবার এ জেলায় নতুন একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পাবনায় ৫, নাটোরে ১, নওগাঁয় ৪ এবং রাজশাহী ও সিরাজগঞ্জে ৩ জন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৬৯১ জন। এছাড়া নওগাঁর ১৬১ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ১৯৫ জন, নাটোরের ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৫৩ জন, সিরাজগঞ্জের ১৭ জন এবং পাবনার ২৫ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে ভর্তি আছেন ৪৪৯ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর