এসএসসি ও সমমানের পরীক্ষা জেলায় প্রথম দিনে অনুপস্থিত ৮৫

সময়: 6:41 am - February 4, 2020 | | পঠিত হয়েছে: 321 বার

চাঁপাইনবাবগঞ্জে সোমবার রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস.এস.সি. ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ৫টি উপজেলার ২৮টি কেন্দ্রে প্রথমদিনে মোট পরীক্ষার্থী ছিলেন, ১৮ হাজার ২৭৪ জন। এরমধ্যে অংশগ্রহণ করেন ১৮ হাজার ১৮৯জন। অনুপস্থিত ৮৫।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এস.এস.সি. পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৮৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৫৮ জন ও অনুপস্থিত ছিলেন ২৯জন। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৩২ জনের মধ্যে অংশগ্রহণ করেন ২ হাজার ৮৭৯ জন ও অনুপস্থিত ছিলেন ৫৩ জন।
অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এস.এস.সি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫৫ জনের মধ্যে অংশগ্রহণ করেন ১ হাজার ২৫২ জন ও অনুপস্থিত ছিলেন ৩ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর