রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

সময়: 10:07 pm - June 22, 2020 | | পঠিত হয়েছে: 724 বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে আরও ৫৪ জনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ১১ জন, পাবনার ৪৩ জন। সোমবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮৭ জনের নমুনার। যার মধ্যে ৫৪ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ১১ জন ও পাবনার ৪৩ জন।

পাবনায় আক্রান্তদের মধ্যে সদর এলাকার ৪০ ও চাটমোহর উপজেলায় ৩ জন। আর রাজশাহীর ১১ জনই নগরের বাসিন্দা।

রাজশাহী নগরে নতুন আক্রান্তরা হলেন, আতিয়া (২০), আব্দুল খালেক (৫৯), রাহাত হোসেন জনি (২৫), মোছা: লাইলি (৩৬), ফাতেমা (২৮), শ্রী বিপণ (৫৬), আলমগীর (৩০), হাফিজুল কাদের (২৮), রফিকুল ইসলাম (৩৫), সরোয়ার (৩৭), নাজরীন সুলতানা (৩৩)।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর