নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি, রাবির সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কাজী জাহিদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি আজ থেকেই কার্যকর হবে। তার বিরুদ্ধে চলমান ডিজিটাল আইনের মামলাটির পরবর্তী পরিস্থিতির ফলাফলের পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য গত ১৭ জুন রাতে একজন আইনজীবী ডিজিটাল আইনে নগরীর মতিহার থানায় কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন ভোরে গ্রেফতার হয়ে জাহিদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশে মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে জীবনসঙ্কটে থাকাকালীন রাবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহিদুর রহমান তার ফেসবুক পাতায় একাধিক পোস্ট দিয়ে কটূক্তি করেন।
দলের একজন জেষ্ঠ নেতা সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে সরব হন রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন কি শিক্ষকরাও এই প্রতিবাদে শামিল হন। জাহিদকে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করার পরও তিনি তার বক্তব্যে অনড় থাকেন। জাহিদ এরপর আরও মন্তব্য পোস্ট করেন।
এই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৫ জুন রাবি ছাত্রলীগ ভিসি প্রফেসর এম সোবহানের কাছে স্মারকলিপি দেন তারা। অভিযোগে আরও জানা গেছে, গত ১ জুন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেলে ভর্তি হলে তার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত আঘাত প্রবল হয়ে জীবন সঙ্কটে পড়েন।
ওই রাতে রাবি শিক্ষক জাহিদ তার ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেন।
রাজশাহী বার্তা/admin