যমুনা নদীর ভাঙনে শাহজাদপুরে দুই শতাধিক বাড়িঘর বিলীন

সময়: 5:56 pm - July 1, 2020 | | পঠিত হয়েছে: 128 বার

টানা বর্ষণ ও উজানের ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী ৪টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ২০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এ সব এলাকায় অন্তত ২০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে এ সব এলাকার অন্তত ২০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙনের তাণ্ডবে বিলীনের পথে সোনাতনী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সাড়ে ১২ লাখ টাকা মূল্যের পাকা ভবন মাত্র ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। ফলে এ চরাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে দেখা যায়, এলাকাবাসী ভেঙে যাওয়া বাড়িঘরের টিন নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। বাড়িঘর হারানো মানুষের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আশা করছি অচিরেই তারা এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর