চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সময়: 12:32 pm - February 5, 2020 | | পঠিত হয়েছে: 257 বার

পড়ব বই গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালিত হয়েছে। বুধবার(৫’ফেব্রুয়ারী) সকালে দিবসটি উপলক্ষে জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে শহরে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে র‌্যালীটি জেলা সরকারী গণগ্রন্থাগারে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানা’র ননভাপতিত্বে সভায় বক্তব্য দেন,জেলা প্রশাসক এজেডএম নূরুল হক,নবাবগঞ্জ সরকারী কলেজের অদ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,বাংলাদেশ গ্রন্থাগার সমিতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক ড.ইমদাদুল হক মিলন সহ অনান্যরা।

বক্তরা দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা বই,পাঠাগার ও মানবিক উন্নয়নের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

 

জেলা প্রশাসক বলেন, জেলার কোন শিক্ষার্থী পড়াশোনা সঙক্রান্ত যে কোন সমস্যায় তাঁর সাথে যোগাযোগ করলে তিনি যথাসম্ভব সাহায্য করবেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নকারী ১৬ জনকে সদনপত্র প্রদান করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর