দেশের ৪ জেলায় বন্যা বাড়ার আশঙ্কা

সময়: 10:57 pm - July 1, 2020 | | পঠিত হয়েছে: 138 বার

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি বিস্তৃত হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান ভূইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র -যমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা অব্যাহত থাকতে পারে।

আর গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি আরিচা এবং পদ্মা নদীর ভাগ্যকুল পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত কিছুটা কমেছে। শুক্রবার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে। এরপর আবার বর্ষণ বাড়বে।

বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে বৃষ্টিপাত কমায় দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার দেশে সর্বোচ্চ যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমারখালীতে, ৩৫ মিলিমিটার।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর