ইসলামী ব্যাংকের ১০ জন করোনা পজিটিভ

সময়: 6:56 pm - July 5, 2020 | | পঠিত হয়েছে: 317 বার
islami bank bangladesh limited ibbl comilla cumilla zone branch

 রাজশাহীতে ইসলামী ব্যাংকের আলুপট্টি শাখার ১০ কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাজশাহী নগরের আলুপট্টি শাখার ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল। শনিবার তাঁরা জানতে পারেন যে তাঁদের মধ্যে ১০ জনেরই করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া ব্যাংকের অন্য একটি শাখার আরও একজন কর্মচারী আক্রান্ত হয়েছেন। তাঁকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংকের আলুপট্টি শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, যাঁদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে, তাঁদের মধ্যে কর্মকর্তা থেকে কর্মচারীও রয়েছেন। চার-পাঁচজনের হালকা জ্বর ছিল। তাঁরা কোভিড–১৯ আক্রান্ত হতে পারেন সন্দেহ থেকে তিনি তাঁর শাখার ১৪ জনের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছিলেন। অন্যদের কোনো লক্ষণই নেই। তবু গ্রাহকদের সঙ্গে কাজ করেন বলে তাঁদের নমুনা দেওয়া হয়েছিল। এখন ১৪ জনের মধ্য ১০ জনই আক্রান্ত বলে জানা গেছে।
ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছি। শাখায় মোট ৮১ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাঁদের পর্যায়ক্রমে পরীক্ষা করানো হবে।’ তিনি বলেন, গ্রাহকদের সেবা পেতে যেন কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে তাঁরা পুরো সচেতন রয়েছেন।

রাজশাহী বার্তা/বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর