৬ দফা দাবি আদায়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি
বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ছয় দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় কর্মবিরতি পালন করেছেন জেলা শাখার নেতারা।
তাদের ছয় দফার মধ্যে অন্যতম দাবিগুলো হলো- বয়স পরিমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০১৩ সালের আবেদনকারীসহ ২০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া, সরকারি চাকরিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড দেওয়া, সুপ্রিম কোর্টের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক কনসেন্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সভাপতি রেজাউল করিম, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগ শজিমেক শাখা সভাপতি শামসুল আলম, বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি মোজাফফর হোসেন বাদল, শহীদুল ইসলাম, রুবেলসহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা।
কর্মবিরতিতে নেতারা অবিলম্বে ছয় দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সূত্র : বাংলা নিউজ ২৪