রামেকে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত

সময়: 10:50 pm - July 11, 2020 | | পঠিত হয়েছে: 224 বার

রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শনিবার (১১ জুলাই) নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৫০ জন। বাকি ১৬ জনের মধ্যে নাটোরের ১৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ দিন তাদের ল্যাবে ১৮৩টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৬৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জন রাজশাহীর। বাকি নমুনাগুলোর মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং ১৩ জনের বাড়ি নাটোর। চাঁপাইনবাবগঞ্জের তিনজনের বাড়ি শিবগঞ্জ উপজেলা। আর নাটোরে আক্রান্তদের মধ্যে ৮ জন বড়াইগ্রাম, ১ জন বাগাতিপাড়া এবং ২ জন করে সদর ও গুরুদাসপুর উপজেলার।

রাজশাহীর ৫০ জনের মধ্যে ২১ জন সিটি করপোরেশন এলাকায় বসবাস করে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৩ জন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ জন এবং র‌্যাব-৫ এর ১ জনের করোনা পজিটিভ এসেছে। অন্য আক্রান্তদের মধ্যে পবা উপজেলার ১৩ জন, মোহনপুরের ৪ জন, তানোরের ৫ এবং গোদাগাড়ীর ২ জন।

রাজশাহীতে নতুন ৫০ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৬২ জনে দাঁড়াল। এর মধ্যে রাজশাহী নগরে ১১৭৭ জন। এছাড়া নাটোরে এখন আক্রান্তের সংখ্যা হলো ২৯৪ জন। আর চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়াল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর