রামেকের ল্যাবে ৭১ জনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনেই ৭১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫১ জনই রাজশাহী মহানগরীর বাসিন্দা। বাকি ২৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৩ জুলাই) তাদের ল্যাবে মোট ১৮৪টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৭১টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ৫১ জনের মধ্যে ৪৬ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রামেকের দুইজন এবং র্যাব-৫ এর তিনজন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ২৩ জনের মধ্যে ১৪ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া এ জেলার নাচোল উপজেলার ৬ জন, ভোলাহাটের ৪ জন এবং গোমস্তাপুর উপজেলার ২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহীতে নতুন ৫১ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৫৩ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৩৫৭ জনই নগরীর বাসিন্দা। চাঁপাইনববাগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২২ জনে দাঁড়াল। এ জেলায় এখন পর্যন্ত ৯৩ জন সুস্থ হয়েছেন। রাজশাহীতে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। রাজশাহীতে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন। তবে চাঁপাইনবাবগঞ্জে কেউ মারা যাননি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। তবে রাত ১০টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি। ল্যাবটিতে প্রতিদিনই রাজশাহীর করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
রাজশাহী বার্তা/admin