রাজশাহীতে নাগরিক স্বাস্থ্য সুরক্ষার দাবিতে সুজনের মানববন্ধন
নাগরিক স্বাস্থ্য সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সোমবার সকালে মহানগরীর আলুপট্টির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সিটি করপোরেশনের আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।এছাড়াও মানববন্ধন থেকে সিটি করপোরেশনের বিধি অনুযায়ী নগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ, আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য কেন্দ্র মাতৃসদন পরিবার পরিকল্পনা উন্নয়ন এবং মহিলা শিশু ও বালক-বালিকাদের জন্য প্রতিষ্ঠিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার দাবি জানানো হয়।
এছাড়াও নগরবাসীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ, সিটি করপোরেশনের উদ্যোগে প্রয়োজনীয়সংখ্যক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সুজনের রাজশাহী জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন- নগর কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাইদুর রহমান, মহেন্দ্র চন্দ্র সরকার, জেলা সভাপতি সফিউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।
রাজশাহী বার্তা/admin