বগুড়ায় নদীর পাড় ভেঙ্গে চাপা পড়ে ২ কিশোরের মৃত্যু
বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হল- উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল (১৪) ও একই গ্রামের পুটু মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রুহুল আমিন (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শাকিল ও রুহুল যমুনা নদীর পাড়ে ঘাস কাটতে যায়। ঘাস কাটা শেষে তারা নদীর পাড়ে গাছে পাখির ডিম পাড়তে উঠে।
পরে গাছ থেকে পড়ে নদীর পাড় ভেঙ্গে চাপা পড়ে। সারা দিন তাদের খোঁজ না পাওয়ায় রাত ৮টার দিকে তাদের লাশ উন্মুক্ত হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান ঘটনা নিশ্চিত করে করেছেন।
রাজশাহী বার্তা/admin