বাঘায় ভাঙনের মুখে পদ্মার বাঁধ, হুমকিতে ২৫ বাড়ি

সময়: 5:35 pm - July 21, 2020 | | পঠিত হয়েছে: 89 বার

রাজশাহীর বাঘায় পদ্মার বাঁধে ভাঙন দেখা দিয়েছে।এই ভাঙনের কারণে বাঁধের সঙ্গে ২৫টি বাড়ি হুমকির মধ্যে রয়েছে। যেকোন সময় এই বাড়িগুলো পদ্মার গর্ভে চলে যাবে।বাই আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষজন।

জানা যায়, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর ভুড়িপাড়া থেকে নাপিতপাড়া পর্যন্ত ২৫০ মিটার পদ্মার বাঁধের পাড়ে ২৫টি পরিবারের বসবাস। এক সপ্তাহের ব্যবধানে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে।ভাঙনের কবলে পড়েছে লাল মোহাম্মদ, নজমেল, টেনু, সিরাজুল, আকবর, মাসুদ, কমল, কালু, আলম, তসলেম, রাকিব, সান্টু ও সরলসহ ২৫টি পরিবারের ঘরবাড়ি। তারা এখন আতঙ্কের মধ্যে বসবাস করছেন।ছোট ছেলে-মেয়ে ও গরু-ছাগল নিয়ে চরম অনিশ্চয়তায় আছে পরিবারগুলো।আতঙ্কে তারা রাতে ঘুমাতে পারছেনা।

জিও ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডেকে বারবার অবগত করা হলেও ব্যবস্থা নেয়া হয়নি। নাপিতপাড়া পদ্মার বাঁধ সংলগ্ন বাড়ির গৃহীনি গোলাপী বেগম বলেন, আমার ৫ কক্ষ বিশিষ্ট আধাপাকা বাড়ি। এই বাড়ি যে কোন সময় পদ্মায় চলে যাবে। রাতে ঘুম হয় না। এই বুঝি পদ্মায় চলে যাচ্ছে সব। ফলে গরু, ছাগল, নাতী, ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি।অন্যস্থানে যাওয়ার জমিও নেই।পথে বসা ছাড়া আর কোন পথ খোলা নেই আমাদের সামনে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর