রাজশাহীর দুই ল্যাবে ১০৪ জনের করোনা শনাক্ত

সময়: 9:55 pm - August 13, 2020 | | পঠিত হয়েছে: 543 বার

রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১০৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) শনাক্ত হয়েছেন ৬১ জন। আর রামেক হাসপাতালে শনাক্ত হয়েছেন ৪৩ জন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৩ জন পুলিশের সদস্য।

এছাড়া রামেক হাসপাতালের ছয়জন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী, ১৩ জন এই হাসপাতালের রোগী, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পাঁচজন রোগী এবং নগরীর বিভিন্ন এলাকার পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, এ দিন ল্যাবে রাজশাহীর ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর পাবনার একটি নমুনা পরীক্ষা করা হলে সেটিতেই করোনার উপস্থিতি মিলেছে।

রাজশাহীর ৬০ জনের মধ্যে ২৫ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার ১৬ জন, জেলার বাঘা উপজেলার পাঁচজন, দুর্গাপুরের আটজন এবং পুঠিয়ার একজনের করোনা শনাক্ত হয়েছে।

দুই ল্যাবে নতুন ১০৩ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ২ হাজার ৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩১ জন। পাবনায় আক্রান্তের সংখ্যা এখন ৮৯৭ জন। সুস্থ হয়েছেন ৬৯১ জন এবং এ জেলায় মারা গেছেন নয়জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর