নাটোরে বন্যা-করোনার মধ্যেও ঘরে ঘরে ত্রাণ বিতরণ

সময়: 6:11 pm - August 22, 2020 | | পঠিত হয়েছে: 266 বার

শনিবার (২২ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া পৌর এলাকার গাইনপাড়া, পারসিংড়া এবং পল্লীশ্রী এলাকায় চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রী সহায়তা প্রদান করেছেন। ভয়াবহ বন্যা ও করোনায় মধ্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকেনি। দ্বারে দ্বারে গিয়ে সহায়তা প্রদান করেছে।  এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে ৫শ শিশুর মাঝে শিশু খাদ্য ও ৫শ বন্যার্ত পরিবারের মাঝে চাল ডাল খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। সুখে, দুঃখে আপনাদের পাশে আছি, থাকবো।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত সব দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা দিয়েছি। মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। সুখে, দুঃখে আপনাদের পাশে আছি, থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের কি ব্যবস্থাপনা ম্যানেজার আবু কাওসার, সাইট প্রকৌশলী আসিফ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর