শিবগঞ্জের বাজিতপুরে ফেনসিডিলসহ এক যুবকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সময়: 12:35 am - February 11, 2020 | | পঠিত হয়েছে: 171 বার

র‌্যাব-৫ রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট-টু খাসের হাটমুখি পাকা রাস্তার উত্তর পাশের গ্রাম বাজিতপুরের একটি আম বাগানে অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর ৮ নং ওয়ার্ডের স্কুলপাড়ার মো. রেজাউল হক ও মোসা. রেখা বেগমের ছেলে মো. রিয়াজুল ইসলাম (১৮)।

 

মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার  জানতে পারে মাদক বিক্রির জন্য এক যুবক কানসাটের একটি আম বাগানে অবস্থান করছে।

 

খবর পাবার পর ১০ ফেব্রুয়ারি সোমবার রাত ৯ টার দিকে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তি জানায় র‌্যাব। মাদক বিরোধী অভিযান জেলায় অব্যাহত থাকবে। -কপোত নবী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর