রাজশাহীর পদ্মা পাড়ে নির্মান করা হবে পার্ক; কবির বিন আনোয়ার

সময়: 9:44 pm - August 29, 2020 | | পঠিত হয়েছে: 261 বার
ছবি : মাহফুজুর রহমান রুবেল

রাজশাহীর পদ্মা পাড়ে নির্মান করা হবে পার্ক বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে রাজশাহীর টি-বাঁধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সচিব কবির বিন আনোয়ার বলেন, রাজশাহীর শহর রক্ষা বাঁধের ভাঙ্গন রোধ বিভিন্ন স্থানে টি-গ্রোয়েন তৈরি করা হচ্ছে। সেইসাথে টি-বাঁধকে দৃস্টি নন্দন করতেও প্রদক্ষেপ নেয়া হয়েছে। বাঁধের দু’পাড়ে ভাঙ্গনের কবলে পড়া কিছু জায়গা ভরাট করে পার্ক তৈরি করা হবে। এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে, সেইসাথে মনোরম পরিবেশও সৃস্টি হবে।এতে যেমন সুন্দয্য বাড়বে তেমনি বাঁধের স্থায়িত্ব বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্তাবাধায়ক প্রকৌশরী মুখলেসুর রহমানসহ নাটোর ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডর উর্ধতন্ন কর্মকর্তারা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর