মসজিদ মিশনে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

সময়: 9:58 pm - August 29, 2020 | | পঠিত হয়েছে: 156 বার

রাজশাহীর মসজিদ মিশন একাডেমি থেকে স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণ এবং সেখান থেকে রাষ্ট্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে নগরীতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা এর আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ মিশন একাডেমি থেকে জামায়াত-শিবিরকে বিতাড়িত করতে হবে। তা না হলে রাজশাহীর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের আন্দোলন থামবে না। তারা দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রে মসজিদ মিশন থেকে দেশবিরোধী ষড়যন্ত্র হবে তা মেনে নেয়া যায় না। মসজিদ মিশনকে ঢেলে সাজাতে হবে।

তারা বলেন, মসজিদ মিশন একাডেমির প্রায় ১১ কোটি টাকার হদিস নেই। শিক্ষা মন্ত্রণালয়ের অডিটেই তা ধরা পড়েছে। এই টাকায় রাজশাহীতে জামায়াত-শিবির বোমাবাজি করেছে, মানুষ হত্যা করেছে। এই স্কুলে যারা পাঠদান করেন তারা শিক্ষক নামের কলঙ্ক। শিক্ষকরা কখনও মানুষ হত্যা করতে পারে না। অবিলম্বে এসব শিক্ষকদের অব্যাহতি দিতে হবে। তা না হলে তারা কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা থেকে বঞ্চিত করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবে। এটা হতে পারে না।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির রাজশাহী জেলার সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উদীচি শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, সাবেক ছাত্রনেতা তামিম শিরাজী প্রমুখ।

মানবন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

প্রসঙ্গত, মসজিদ মিশন সংস্থা ১৯৭৬ সালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন নেয়। পরে তারা রাজশাহীতে একে একে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে। অথচ সংস্থার গঠনতন্ত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা ছিল না। আবার নিবন্ধন নেয়ার পর মসজিদ মিশন সংস্থা কোন দিন অডিট করায়নি। কমিটিও অনুমোদন নেয়নি। নিজেদের ইচ্ছেমতোই কমিটি করা হয়। মসজিদ মিশন ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকেই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে প্রত্যেক্ষভাবে সম্পৃক্ত।

এখন মসজিদ মিশন একাডেমিকে ঢেলে সাজানোর দাবি উঠেছে। এ দাবিতে গত ২২ আগস্ট মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে সম্মিলিত সাংষ্কৃতিক জোটের রাজশাহীর পক্ষ থেকে গত ২৫ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর