রাজশাহী বিভাগে করোনায় নতুন করে ৪ জনের মৃত্যু

সময়: 1:34 pm - August 31, 2020 | | পঠিত হয়েছে: 313 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) তারা মারা যান। এর মধ্যে বগুড়ায় মারা গেছেন দুইজন। আর একজন করে মারা গেছেন রাজশাহী ও সিরাজগঞ্জে। এ নিয়ে বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৫৭ জন।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ১৫৩ জন মারা গেছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

রোববার বিভাগে নতুন ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় একজন, নাটোরে একজন, জয়পুরহাটে একজন এবং সিরাজগঞ্জে ১১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৬৬৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, নওগাঁয় এক হাজার ১৪৩ জন, নাটোরে ৮৫৫, জয়পুরহাটে ৯৩৫, সিরাজগঞ্জে ১ হাজার ৯৩৩ জন এবং পাবনায় এক হাজার ছয়জন শনাক্ত হয়েছেন।

রোববার বিভাগের ২৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া রাজশাহীর ৪৩ জন, বগুড়ার ৪৪ জন, নওগাঁর দুইজন, সিরাজগঞ্জের ৭৬ জন এবং পাবনার পাঁচজন করোনা জয় করেছেন।

বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ১৬১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪১ জন, নওগাঁর এক হাজার ১৭ জন, নাটোরের ৫৬২ জন, জয়পুরহাটের ২২৭ জন, বগুড়ার ৫ হাজার ৫৬২ জন, সিরাজগঞ্জের এক হাজার ৬৯ জন এবং পাবনার ৮৫৭ জন করোনামুক্ত হয়েছেন।

 

সূত্র ; সোনালী সংংবাদ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর