সিংড়ার চলনবিল হতে জব্দকৃত ১২’শ বছরের বৌদ্ধ মূর্তিটি বরেন্দ্র জাদুঘরে হস্তান্তর

সময়: 10:44 pm - September 1, 2020 | | পঠিত হয়েছে: 290 বার

সিংড়ার চলনবিল থেকে জব্দকৃত ১২০০ বছরের কালো পাথরের খোদাই করা ‘খদিরাবনী তারা’ বৌদ্ধ মূর্তিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে মূর্তিটি হস্তান্তর করেন।

সিংড়া থানা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল নারীসদৃশ কালো পাথরের নারী মূর্তিটি সিংড়ার চলনবিলের বিয়াশ গ্রামে একটি পুকুর খননকালে জব্দ করে থানায় আনা হয়। যার দৈর্ঘ্য ১ ফিট ৪ ইঞ্চি এবং পাথরের দৈর্ঘ্য মূর্তিসহ ২ ফিট ও প্রস্থ ১ফুট ৩ ইঞ্চি।

রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, এই মূর্তিটির নাম খদিরাবনী তারা। এটি একটি বৌদ্ধ শ্রেণির মূর্তি। যার শিল্পমূল্য ঐতিহাসিক এবং অপরিসীম। ধারণা করা হচ্ছে মূর্তিটি প্রায় ১ হাজার ২শ’ বছর আগে নির্মিত।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর