জনস্বার্থে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সময়: 10:53 pm - September 2, 2020 | | পঠিত হয়েছে: 163 বার
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, বুধবার নগর ভবন থেকে গ্রেটার রোড দিয়ে বর্ণালীর মেড়া হয়ে রাজিব চত্বর হয়ে কলাবাগান রোড হয়ে ঘোষপাড়ার মোড়, ফায়ার সার্ভিস মোড় হয়ে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ৩০টি মামলা দায়ের করে এক লাখ ৩০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।