রাজশাহী বিভাগে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

সময়: 2:21 pm - September 9, 2020 | | পঠিত হয়েছে: 787 বার

রাজশাহী বিভাগে পর পর দুই দিন করোনায় প্রাণহানি না থাকলেও মঙ্গলবার একদিনেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার বিভাগের চাঁপাইনবাবগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছিল। এরপর গত রবি ও সোমবার বিভাগে কারও মৃত্যু হয়নি।

 

তবে মঙ্গলবার বিভাগের বগুড়ায় তিনজন এবং নাটোর ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত করোনায় ২৭৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

মঙ্গলবার বিভাগে নতুন ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ছয়জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন এবং নাটোরে দুইজন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৯০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ২৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৬ জন, নওগাঁয় এক হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯৩, জয়পুরহাটে এক হাজার সাতজন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন এবং পাবনায় এক হাজার ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার বিভাগে সুস্থ হয়েছেন ১৩৮ জন করোনা রোগী। এর মধ্যে ৫৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া রাজশাহীর আটজন, নওগাঁর ১৭ জন, নাটোরের তিনজন এবং পাবনার আটজন করোনা জয় করেছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৪৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৮৩ জন, নাটোরের ৬৮৮ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জের এক হাজার ৩৪৩ জন এবং পাবনার ৯৩৩ জন করোনামুক্ত হয়েছেন।

 

সূত্রঃ সোনাালী সংবাদ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর