পদ্মশ্রী পেলেন জহির খান

সময়: 8:04 am - January 27, 2020 | | পঠিত হয়েছে: 517 বার

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ পেলেন দেশটির সাবেক পেসার জহির খান। গতকাল রোববার দেশটির কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দেয়। খেলাধুলায় বিশেষ অবদান রাখায় এ খেতাবে ভূষিত হচ্ছেন তিনি।

ভারতের হয়ে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জহিরের। এর পর দেশটির টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০১৫ সালে ক্রিকেট থেকে বিদায় নেন ভারতীয় অন্যতম পেসার।

অবসরের আগে টেস্ট ক্যারিয়ারে ৩১১ উইকেট শিকার করেন জহির। দেশের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে ২৮২ উইকেট নেন এ বাঁহাতি পেসার। মেন ইন ব্লুদের হয়ে ওডিআই ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

এ ছাড়া ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন জহির। দলটির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন তিনি।

তথ্যসূত্র: ক্রিকবাজ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর