বগুড়ার নন্দীগ্রামে যুবককে গণপিটুনিতে হত্যা
বগুড়ার নন্দীগ্রামে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির যুগান্তরকে জানান, ওই ব্যক্তি গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন নন্দীগ্রাম উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা ও চুরির মামলা রয়েছে। উজ্জ্বলসহ চারজন বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শেখের মারিয়া গ্রামে কৃষক বেলাল হোসেনের বাড়িতে যায়।
তারা তালা কেটে গোয়াল ঘরে ঢুকে একটি গাভি চুরির চেষ্টা করেন। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা ধাওয়া করে উজ্জ্বল হোসেনকে আটক করলেও অপর তিনজন পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে পিটিয়ে হত্যা করে।
ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী জানান, সম্প্রতি শেখের মারিয়া গ্রামে গরু চুরি বেড়ে গেছে। গত দেড় মাসে বেলাল হোসেনের একটি গরু, জামাল হোসেনের দুটি গরু, অপর একজনের একটি গরু, মারিয়া বাজার থেকে দুটি রিকশা ভ্যান চুরি হয়। এসব চুরির সঙ্গে পেশাদার চোর কয়েকটি মামলার আসামি উজ্জ্বল জড়িত। বৃহস্পতিবার রাতে আবার বেলালের বাড়িতে গরু চুরির চেষ্টা করলে গ্রামবাসী চার চোরের মধ্যে উজ্জ্বলকে আটক করতে সক্ষম হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনীতে উজ্জ্বল মারা যান।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, নিহত গরুচোর উজ্জ্বলের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার পরিবার মামলা দিলে নেয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
রাজশাহী বার্তা/admin