সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫, মারা গেছে সাতটি ছাগল

সময়: 10:40 am - February 13, 2020 | | পঠিত হয়েছে: 290 বার

বগুড়ার ধুনটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এ সময় ৭টি ছাগল মারা যায়।

মঙ্গলবার রাতে উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আবদুল্লাহর স্ত্রী ছানোয়ারা খাতুন (৫০), তার ছেলে আশাদুল ইসলাম (৩০), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২), আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০) ও ফরিদ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে মেলা বসে। ঝিনাই গ্রামের আবদুল্লাহর ছেলে আশাদুল ইসলাম মেলায় বাচ্চাদের খেলার জন্য বেলুন বিক্রির উদ্যোগ নেন। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস তুলছিলেন। এ সময় এ বিকট শব্দের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এতে ঘরে থাকা উল্লিখিত ৫ জন আহত এবং ৭টি ছাগল মারা যায়। এ ছাড়া টিনের ৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, আশাদুল রাসায়নিক দ্রব্য দিয়ে সিলিন্ডারে গ্যাস তৈরির সময় বিস্ফোরণ ঘটে।

প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, আহতরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, দূর থেকে বিকট শব্দ শুনতে পাই এবং ছাইয়ের মতো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখি বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন আহত হয়ে মাটিতে পড়ে আছে এবং বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়েছে। এ ছাড়া বিস্ফোরণে ৭টি ছাগল মারা গেছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এত প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর