রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সময়: 8:06 pm - September 17, 2020 | | পঠিত হয়েছে: 162 বার

সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ট্রেড লাইসেন্স বিহীন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাহেব বাজার কাপড়পট্টি এলাকার কুমকুম শাড়ি ঘরে ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মালিক মোঃ নূরুল ইসলামকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এরপর পার্শ্ববর্তী দোকান হৃদয় হ্রদি বস্ত্র বিতানে ট্রেড লাইসেন্স চেক করতে গেলে মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে দোকান মালিক ও কর্মচারীগন ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশের গাড়িকে ঘেরাও করে। এ সময় ম্যাজিস্টেটের সঙ্গীয় ফোর্স ও দোকান মালিক কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। পরে বাজার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর