রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিন প্রতারক
রাজশাহীতে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বিদেশি কাটা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে উদ্ধার করা অস্ত্রটি ওই বাড়ির মালিককে ফাঁসাতে সেখানে রাখা হয়েছিল বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান উপকমিশনার আবু আহামদ আল মামুন।
তিনি জানান, এ পরিকল্পনার সঙ্গে তিনজন জড়িত ছিল। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর রাণীবাজার অলোকার মোড় এলাকার প্রতাপ সরকার (৪২) এবং সাহেববাজার মাস্টারপাড়া এলাকার শহিদুল হাসান রনি (৩৫)।
তাদের মধ্যে প্রতাপ ওই বাড়িতে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এ ঘটনায় জড়িত বোয়ালিয়াপাড়ার মৃত হায়দার আলীর ছেলে মাসুম (৪০) পলাতক রয়েছেন।
উপকমিশনার আবু আহামদ আল মামুন আরও জানান, শনিবার রাত ১০টার দিকে বোয়ালিয়াপাড়া এলাকার গোলাম আজম হোসেন বাবুরবাড়ির ছাদের কার্নিশের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় কাটা বন্দুকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামি মাসুমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
রাজশাহী বার্তা/admin