বগুড়ায় ধুনটে জমি নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে ভাতিজা পিয়াস হোসেনের (২০) লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কৃষক শফিকুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
গ্রামবাসী জানান, পৈতৃক জমি নিয়ে শফিকুল ইসলামের সঙ্গে বড় ভাই হাবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন লাঠি দিয়ে চাচা শফিকুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধুনট থানায় মামলা করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে শফিকুল ইসলামের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আগে হামলার ঘটনায় দায়ের করা মামলায় হত্যার ধারা লাগানো হবে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হামলাকারী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
রাজশাহী বার্তা/admin