রাজশাহীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজপথে

সময়: 1:11 pm - February 16, 2020 | | পঠিত হয়েছে: 375 বার

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদনসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর বেসরকারি শাহমুখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে তারা।

একই দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে শনিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কলেজটি। সেই সঙ্গে শনিবার রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়। রোববার শিক্ষার্থীরা হল থেকে রের হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিএমডিসির অনুমোদন ছাড়াই গত সাত বছর ধরে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি এতদিন ধামাচাপা দিয়ে রাখলেও সম্প্রতি পাস করা কয়েকজন শিক্ষার্থীরা এমবিবিএস পাস করে। কিন্তু বিএমডিসির অনুমোদন না থাকায় তারা ইন্টার্নশিপ করার সুযোগ পাননি। এর পর বিষয়টি জানা জানি হয়। এর পর দ্রুত বিএমডিসির অনুমোদনসহ ১৪ দফা দাবিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর