রাজশাহীর দুই ল্যাবে ২৯ জনের করোনা পজিটিভ

সময়: 11:47 pm - September 22, 2020 | | পঠিত হয়েছে: 293 বার
ছবি : মাহফুজুর রহমান রুবেল

রাজশাহীতে দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ২৩ জন এবং রামেক হাসপাতালে ছয়জনের করোনা শনাক্ত হয়।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জন করোনা পজিটিভ।

আক্রান্তদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং জয়পুরহাটের সাতজন রয়েছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে মোট ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতালের চারজন রোগী, একজন কর্মী এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বিষয়টি তাদের জানানো হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর