রাজশাহীতে করোনা আক্রান্ত একজন রোগীর মৃত্যু
রাজশাহী জেলায় টানা ২৬ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জেলায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়াল। আর গোটা বিভাগে মৃত্যুর সংখ্যা ২৯৮ জন।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাজশাহী ছাড়াও বিভাগের বগুড়া জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর রাজশাহীতে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। তারপর টানা ২৬ দিন এ জেলায় কেউ মারা যায়নি।
বিভাগে এ পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১৮১ জন মারা গেছেন। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
রোববার বিভাগে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে রাজশাহীতে ছয়জন, বগুড়ায় ৩২ জন এবং পাবনায় ১১ জন শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৫৯২ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়।
এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৯৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭৫ জন, নওগাঁয় এক হাজার ২৯২ জন, নাটোরে ৯৮৬ জন, জয়পুরহাটে এক হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৭ জন এবং পাবনায় এক হাজার ১২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
রোববার বিভাগে ১৬৪ জন রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১০৭ জনের বাড়ি রাজশাহী। এছাড়া এ দিন নওগাঁয় ১৫ জন, নাটোরে তিনজন, বগুড়ায় ২৯ জন এবং সিরাজগঞ্জে ১০ জন সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ হাজার ৮২৯ জন।
এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৬২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৯৯ জন, নাটোরের ৮৩২ জন, জয়পুরহাটের এক হাজার আটজন, বগুড়ার ৬ হাজার ৬৯৮ জন, সিরাজগঞ্জের এক হাজার ৭৩৭ জন এবং পাবনার এক হাজার ১৮ জন করোনামুক্ত হয়েছেন।
রাজশাহী বার্তা/admin